মৌলভীবাজার প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত বাংলাদেশ প্রেস ক্লাব (গভ:নং- ৯৮৭৩৬/১২) মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে অসহায় হতদরিদ্র কর্মহীন পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। (২২ মার্চ ২৩) বুধবার বাংলাদেশ প্রেস ক্লাব সিলেট বিভাগ ও মৌলভীবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক রুমান আহমদ এর আর্থিক সহযোগিতায় ৩ লিটার সোয়াবিন তৈল, ২ কেজি চানা, ১ কেজি ডাল, ৫ কেজি পিয়াজ, ১ কেজি লবণ, সেমাই ইফতার সামগ্রী গুলো বিতরণ করা হয়। প্রতি বছরের মতো বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এই বছর একটু ব্যতিক্রম ভাবে ইফতার সামগ্রী অসহায় হতদরিদ্র প্রতি পরিবারের বাড়ীতে গিয়ে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খানের নির্দেশনা মোতাবেক সারাদেশব্যাপি নিজেস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন