মৌলভীবাজারের রাজনগরে প্রধানমন্ত্রীর উপহারের আশ্রয়ণের ঘর পেল ১৫৪ পরিবার

রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি ||

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পেল আরও ১৫৪ পরিবার। আজ বুধবার (২২ মার্চ) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি ঘরগুলো উদ্বোধন করেন।
মৌলভীবাজারের রাজনগর উপজেলা নিবাহী অফিসার এর সম্মেলন কক্ষে উপকারভোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে রাজনগর  উপজেলার ১৫৪টি ঘর হস্তান্তর করেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এমপি।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান এর সঞ্চালনায় রাজনগর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার মিতা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

এসময়ে প্রধানঅতিথি সংসদ সদস্য নেছার আহমদ বলেন, ভবিষ্যতে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা।মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে। দারিদ্র বিমোচন হবে,মানুষ স্বাবলম্বী হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: আব্দুল হক, উপজেলা চেয়ারম্যান শাহজাহান খাঁন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার,রাজনগর উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও ৮ নং মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বিনয় ভূষণ রায় প্রমুখ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিতছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাগন,রাজনৈতিক ব্যক্তিবর্গ,গন্যমান্য ব্যক্তিবর্গ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রাপ্ত পরিবারবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘরগুলো হস্তান্তরের পর পরই তার পক্ষে নির্বাচিত ভূমিহীনদের মাঝে জমির কবুলিয়তনামা ও ঘরের চাবি তুলে দেন অতিথিরা।

জানা যায়, রাজনগর উপজেলায় সর্বশেষ তালিকা অনুয়ায়ী মোট ৩৬৩ জন গৃহহীন ছিল। এর মধ্যে ১ম পর্যায়ে ৯৮ জন, ২য় পর্যায়ে ৫০ জন, ৩য় পর্যায়ে ৫৯ জন এবং ৪র্থ পর্যায়ে ১৪৭ জনকে গৃহ প্রদান করা হয়। অবশিষ্ট ৯ জন কে স্থানীয় সহায়তায় গৃহ প্রদান করা হয়েছে। আজ ২২ মার্চ, ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক রাজনগর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
মৌলভীবাজার জেলায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ১২৪ টি এবং ৪র্থ পর্যায়ের ৮৮০ টি সহ মোট ১০০৪ টি গৃহ আজ বুধবার  ২২ মার্চ উদ্বোধন করা হয়।  মোট ১০০৪ টি গৃহের মধ্যে সদর উপজেলায় ১৬৭ টি, রাজনগর উপজেলায় ১৫৪ টি, কুলাউড়া উপজেলায় ৬৪ টি, জুড়ী উপজেলায় ১৬২ টি, বড়লেখা উপজেলায় ১০৯ টি, কমলগঞ্জ উপজেলায় ২০০ টি এবং শ্রীমঙ্গল উপজেলায় ১৪৮ টি গৃহ রয়েছে।

উল্লেখ” মৌলভীবাজার জেলার মোট ৪৬১১ জন গৃহহীন ও ভূমিহীন এর মধ্যে ইতোমধ্যে, ১ম পর্যায়ে ১১২৬ টি, ২য় পর্যায়ে ১১৫১ টি গৃহ হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে নির্মিত ৭৭৯ টি গৃহের মধ্যে ৬৫৫ গৃহ পূর্বে হস্তান্তর করা হয়েছে এবং অবশিষ্ট ১২৪ টি গৃহ আজ বুধবার  ২২ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ হস্তান্তর করা হয়। উল্লেখ” মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের আওতায় আজ বুধবার (২২ মার্চ) প্রায় ৩৯৩৬৫ টি পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন