পৌরসভার আয়োজনে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে নাগরিক সংবর্ধনা

রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি ||

মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে বিদায় সংবর্ধনা দিল মৌলভীবাজার পৌরসভা। বুধবার (২২ মার্চ) দুপুরে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্র বিদায় সংবর্ধনা ও আলোচনা সভায় পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।

বিদায় সংবর্ধনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল হক,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু দেবাশীষ নাথ, পৌরসভার নির্বাহী প্রকৌশলীরসভার সৈয়দ নকিবুর রহমান, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ,প্রমুখ। 

বিদায়ী সংবর্ধিত ব্যাক্তি বিদায় বেলায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, কর্মক্ষেত্রে মৌলভীবাজারের জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও সাধারণ মানুষের ভালবাসা ও সহযোগীতা স্মরণ থাকবে। এ জেলার প্রকৃতি যেমন সুন্দর তেমনি এ জেলার মানুষের মনও সুন্দর হওয়ায় বিদায় বেলায় তার বিষণ বেদনা হচ্ছে বলে জানান। যেখানেই থাকেননা কেন মৌলভীবাজারের মানুষের সহযোগিতা ও ভালবাসা চির স্বরণীয় হয়ে থাকবে।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন পৌর ওয়ার্ড কাউন্সিল পার্থ সারথী পাল, মোঃ আসাদ হোসেন মক্কু, মোহাম্মদ নাহিদ হোসেন, সালেহ আহমদ পাপ্পু, ফয়ছল আহমদ, মোঃ জালাল আহমদ, আনিছুজ্জামান (বায়েছ),সৈয়দ সেলীম হক,  মোঃ মাসুদ। সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিমি আক্তারসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ অন্যান্য ব্যক্তিবর্গ।

পরে বদললীজনিত বিদায়ী সংবর্ধিত ব্যক্তি জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের হাতে পৌর নাগরিকদের পক্ষে পৌর মেয়র আলহাজ্ব ফজলুর রহমান সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন