রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভার ড্রেন শ্রমিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ মার্চ ) বিকেল ৫টায় জন মিলন কেন্দ্রে মৌলভীবাজার পৌরসভার নিজ অর্থায়নে ২০০ জনকে ইফতার সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র মোঃ ফজলুর রহমান। এসময়ে আরো উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলীর সৈয়দ নকিবুর রহমান, কনজারভেন্সী ইন্সপেক্টর আব্দুল মতিন, উপ-সহকারীপ্রকৌশলী (যান্ত্রিক)আমিনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও কাউন্সিলরবৃন্দ অন্যান্য ব্যক্তিবর্গ।
মৌলভীবাজার পৌরসভার ড্রেন শ্রমিদের দেওয়া ইফতার সামগ্রীর প্রতি প্যাকেটে ১০কেজি চাল, ২ কেজি মুসুরী, ২কেজি আলু, ২লিটার তেল, ২কেজি পিয়াঁজ দেওয়া হয়।
পৌর মেয়র মোঃ ফজলুর রহমান বলেন, সামনে পবিত্র রমজান উপলক্ষে পৌরসভার ড্রেন শ্রমিদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করলাম। আগামীতে পবিত্র ঈদউল ফিতর আসছে তাই তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের আমরা সকলেই এসকল মানুষের পাশে সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন