রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজার সদর উপজেলার আখাইকুড়া ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের ৩ শতাধিক পরিবারের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় কাজিরবাজার আপ্তাব উদ্দিন উচ্চবিদ্যালয় সংলগ্ন মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে৷
হ্যান্ডস টু হ্যান্ডস কে,কে,জে ১,২,৩ (H2HKKJ123) স্থানীয় প্রবাসীদের ব্যবস্থাপনায় পবিত্র রমজানের হাদিয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি চোলা, ১ কেজি চানার ডাল, ১ কেজি লবন, ৫০০ গ্রাম খেজুর, ১ লিটার তেল, ১প্যাকেট সেমাই, ২ কেজি আলু, ১ কেজি ময়দা।
(হ্যান্ডস টু হ্যান্ডস কে,কে,জে ১,২,৩,) এর রমজানের হাদিয়া সামগ্রী পেয়ে খুব খুশি বেকামুড়া গ্রামের ষাটোর্ধ নাম প্রকাশে অনিচ্ছুক। তিনি বলেন ‘প্রবাসীদের অর্থায়নে প্রতি বছর রমজানের শুরুতেই আমাদেরকে উপহার সামগ্রী দেওয়া হয়। প্রত্যেক প্রবাসীদের জন্য মন থেকে দোয়া করি। রোজা শুরুর আগেই ইফতারের জিনিস পাতি দেওয়া হয়। গত বছরও রোজার আগেই সব দিছে এইবারও আগেই পাইলাম।’
উল্লেখ্য, প্রবাসীদের অর্থায়নে (হ্যান্ডস টু হ্যান্ডস কে,কে,জে ১২৩) থেকে বিগত ৮ বছর ধরে এই সংগঠন এর মাধ্যমে অত্র এলাকার তিনটি ওয়ার্ডে দরিদ্র জনগোষ্ঠীর শিক্ষা,চিকিৎসা, বিবাহ, সহ সাহায্য সহযোগিতা প্রদান করা হয়।
ইউকে প্রবাসী শামীম আহমদ চৌধুরী মুটোফোনে জানান, হ্যান্ডস টু হ্যান্ডস কে,কে,জে ১,২,৩ অত্র এলাকার প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এলাকার হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই কার্যক্রম চলমান থাকবে, পাশাপাশি তিনি ইউকে কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন।
উক্ত খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ শেখ আজাদুর রহমান, রাজনৈতিক ব্যক্তিত্ব- মোঃ মশাহিদ আলম, শেখ মোশাররফ হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী মিজানুল হক পান্না, ব্যাবসায়ী সমাজসেবক সৈয়দ জাহাঙ্গীর হোসাইন, সমাজকর্মী মুজিব খান, শিবলু আহমদ, মির্জা আজিজুল হায়াত ইমাম প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন