সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
বাংলাদেশের সচেতন নাগরিক সমাজের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থার ২৪ বছরে (২য় যুগে) পদার্পণ উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আজ ২৪ মার্চ (শুক্রবার) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে "বাংলাদেশের সচেতন নাগরিক সমাজের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও মুহাম্মাদী ফাতেমী ইসলামী ঐক্য সংস্থা" এর ২৪ বছরে (২য় যুগে) পদার্পণ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে, বিগত ২৪ বছরের কর্মকাণ্ডের বিষয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মাদ আবু মুসলিম বিন হাই। বক্তব্যে তিনি উল্লেখ করেন, দীর্ঘ ২৪ বছরের পথপরিক্রমায় দেশের বিভিন্ন মাযহাব, চিন্তা চেতনায় বিশ্বাসী ধর্মীয় ও সামাজিক সম্প্রদায় এবং জনগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বজায় রাখার জন্য সংগঠনটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বিভিন্ন চিন্তা চেতনায় বিশ্বাসী, মাযহাব বা সম্প্রদায়ের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনা সমূহের জন্য সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও দুঃখ প্রকাশ করা হয়। আগামী সময়গুলোতে সকল মতাদর্শ ও চিন্তা-চেতনার মানুষ ও সংগঠন সমূহকে সৌহার্দপূর্ণ আচরণ ও কল্যানমুখী কর্ম-পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের বিষয়ে আহবান জানানো হয়।
সংবাদ সম্মেলনে, সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়ায় আল্লামা মুফতি শরিফুল ইসলাম নূরী সাহেবের উপর বর্বরোচিত আক্রমণের তাঁর নিন্দা জানিয়ে ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদেরকে সঠিকভাবে চিহ্নিত করে বিচার ও শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। উক্ত ঘটনায় দেশবাসীকে ধৈর্য্য ধারন করে দেশের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে পরোক্ষভাবে সহযোগিতা করায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেই সাথে উক্ত ঘটনায় কিছু ব্যক্তি বিশেষের আবেগ আপ্লুত হয়ে কোনো প্রমাণ বিহীন নিজস্ব ভুল চিন্তা চেতনার ভিত্তিতে একে অন্যের প্রতি দায় চাপানোর মাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের দ্বারা দেশে বিদ্যমান সাম্প্রদায়িক শান্তি-শৃঙ্খলা বিনষ্টের অপচেষ্টার বিষয়ে তীব্র নিন্দা জানানো হয়।
এছাড়া, বিগত বিভিন্ন সময়ে দেশের মসজিদ, ইমামবাড়াসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক স্থানে এবং সাধারণ জনগনের জান-মালের উপর সংগঠিত বোমা হামলাসহ বিভিন্ন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে এজাতীয় অপরাধের দ্রুত ও সঠিক বিচারের ব্যবস্থা করে জনগনের সার্বিক নিরাপত্তার বিষয়ে রাষ্ট্রের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করে বক্তব্য বলা হয়, ভবিষ্যতে কেউ যাতে বিশৃঙ্খলা ও অসাম্প্রদায়িকতাকে উস্কানি দিতে না পারে সে বিষয়ে প্রশাসনকে আরো সজাগ হওয়ার বিষয়ে বিশেষভাবে আহ্বান জানানো হয়। মূলত : সংবাদ সম্মেলনে, সকল ধর্ম ও চিন্তা চেতনায় বিশ্বাসীদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। সংগঠনের বিগত ২৪ বছরের বিভিন্ন কর্মসূচিতে সংগঠনের সকল সদস্য, বিভিন্ন মিডিয়া, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশনসহ রাষ্ট্রের সকল বিভাগ ও প্রতিষ্ঠানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ভবিষ্যতে অনুরুপভাবে, রাষ্ট্রের সকল বিভাগ ও প্রতিষ্ঠান থেকে সার্বিক সহযোগিতা প্রাপ্তির আশা ব্যক্ত করা হয়।
সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়া থেকে আগত সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয়। সেই সাথে সংবাদ সম্মেলন আয়োজনের অনুমতি প্রদান করায় জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সম্মেলনের সমাপ্তি টানেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মোহাম্মাদ আবু মুসলিম বিন হাই।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম (জাভেদ), মুহাম্মাদ জাহাঙ্গীর আলম, আবু মোহাম্মাদ বিন হাই, শাহ্ মুহাম্মাদ আলী আব্বাস, সৈয়দ এজাজ হোসেন, শাহ্ আলী মাহাদী, মোহাম্মাদ সেলিম, শাহ্ আলী নাকি, সংগঠনটির মহিলা পরিষদের সভানেত্রী রানী বেগম, সদস্য সচিব রুমানা আফরিন, তাসনিম ফাতেমা ও জান্নাতুল ফেরদাউস প্রমূখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন