জিবিনিউজ24ডেস্ক//
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিভিন্ন দেশে প্রায় ৫০ টন খাদ্য সহায়তা দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুলআজিজ আল সৌদ, যিনি আন্তর্জাতিক বিশ্বে বাদশাহ সালমান নামেই বেশি পরিচিত।
বাইরের বিভিন্ন দেশে খাদ্য ও জরুরি সহায়তা প্রদানের জন্য দ্য কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (কেএসরিলিফ) নামের একটি দপ্তর আছে বাদশাহর। কেএসরিলিফ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দপ্তরটির কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, পশ্চিম আফ্রিকার দেশ বেনিন, শাদ, সুদান, ঘানা, ইউরোপের উত্তর মেসিডোনিয়া, কসোভো এবং এশিয়ার পাকিস্তানে পাঠানো হয়েছে এই সহায়তা।
সবচেয়ে বেশি সহায়তা দেওয়া হয়েছে উত্তর মেসিডোনিয়াকে— ১৯ টন। এছাড়া বেনিনকে ১২ টন, ইন্দোনেশিয়াকে ৭ দশমিক ৮ টন এবং কসভোকে ৬ দশমিক ৩ টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
এর বাইরে সুদান, শাদ ও ঘানাকে ১ হাজার ৯০০টি করে ফুড প্যাকেজ ব্যাগ দেওয়া হয়েছে। পাকিস্তানের বন্যাপীড়িত সিন্ধ প্রদেশে দেওয়া হয়েছে ১ হাজার ৪৫০টি ফুড প্যাকেজ ব্যাগ দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন