ব্রিটেনে ইন্টারেস্ট রেইট বেড়েছে/মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বগামী

জিবিনিউজ24ডেস্ক//  

ব্রিটেনে মূল্যস্ফীতি আবারও ঊর্ধ্বগামী। এতে কেন্দ্রীয় ব্যাঙ্ক বিস্মিত। বুধবার মূল্যস্ফীতি বৃদ্ধির খবর আসার পর মূল্যস্ফীতিকে আরও শক্ত হাতে নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবার আরও এক দফা সুদের হার বাড়িয়েছে ব্রিটেনের কেন্দ্রীয় ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ ইংল্যান্ড’। ৪ শতাংশ থেকে নতুন সুদের হার বেড়ে এখন দাঁড়িয়েছে ৪ দশমিক ২৫ শতাংশ। সুদের হার বৃদ্ধির ঘোষণা দিয়ে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর এনড্রু বেইলি জানালেন, ব্রিটেন শিগগিরই নতুন কোনো অর্থনৈতিক মন্দায় আক্রান্ত হবেনা।

খাদ্য পণ্যের ক্রেতা-বিক্রেতাদের জন্য মূল্যস্ফীতি বৃদ্ধি বিস্ময়কর নয়। ওয়ারিকশায়ারে পাইকারি মূল্যের মাংসের দোকান অবরি এলেন বুচারস এর মালিক লুসিয়েন এলেন জানালেন, কেবল মাংসের দাম বাড়েনি। আনুষঙ্গিক খরচও বেড়েছে।

মূল্যস্ফীতি ১০ শতাংশের নিচে নেমে আসার পূর্বাভাস দেয়া হলেও আবারও বেড়েছে। এখনও মূল্যস্ফীতির হার ৪২ বছরের মধ্যে সর্বোচ্চ। ব্যাংক অফ ইংল্যান্ড এই হারকে ২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করলেও এখনও এটি ৫ গুন। জ্বালানীর মূল্য স্থিতিশীল পর্যায়ে গেলে মূল্যস্ফীতির হার কমবে এবং সময়ের সাথে সাথে আরও কমবে।

খাদ্য পণ্যের দাম মূল্যস্ফীতিকে হঠাৎ বাড়িয়ে দিয়েছে। যেমন স্প্রেডেবল বাটার এর দাম গত বছরের এই সময়ের চেয়ে প্রায় ১ পাউন্ড বেড়েছে। ১ ডজন ডিমের দাম ৭২ পেন্স বেড়ে দাঁড়িয়েছে ৩ পাউন্ড ১৮ পেন্সে। আর টমেটোর দাম প্রতি কেজিতে ৪৮ পেন্স বেড়ে দাঁড়িয়েছে ৩ পাউন্ড ১৫ পেন্সে।

পূর্ব লন্ডনের নিউহাম কাউন্সিল এলাকায় অবস্থিত এই কমিউনিটি সেন্টারে সেচ্ছাসেবক হিসাবে কাজ করেন নাবিহা ও সিমোন। এখানে আসা মানুষের জন্য তাঁরা খাবার তৈরি করেন। যারা এখানে আসেন, তাঁরা কেবল খাবার খেতে আসেন না, নানা ধরনের খেলাধুলা, সঙ্গীত এবং সামাজিক মেলামেশা হয় এখানে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন