মৌলভীবাজারে গণহত্যা দিবস পালিত 

মৌলভীবাজার প্রতিনিধি\ মৌলভীবাজারে গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজার গণ কবওে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে। 
গতকাল শনিবার (২৫মার্চ) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা সড়কের পাশে গন কবরের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান
দিবসটি  উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ । বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক জেলা কমান্ডার জামাল উদ্দিন,পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল,স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শাহীনা আক্তার,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ,জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহীনা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি) মোঃ মহসিন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন প্রমূখ। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি- বেসরকারি দপ্তরের কর্মকর্তাবন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন