টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র জন বিগস সবাইকে মোবাইলে এনএইচএসের কভিড - ১৯ এপটি (COVID-19 App) ডাউনলোড এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভিজিটের সময় এই এপ দিয়ে কিউআর কোড (QR CODE) স্ক্যান করার জন্য বারার বাসিন্দাদের প্রতি বিশেষ অনুরুধ জানিয়েছেন।
১২ অক্টোবর, সোমবার বিকালে ব্রিকলেইনে এসংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ প্রচারনা চালানোকালে মেয়র এই আহবান জানান। মেয়র বলেন, টাওয়ার হ্যামলেটস তথা দেশব্যাপী করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় এটা জরুরী হয়ে উঠেছে।
কভিড - ১৯ এপটি (COVID-19 APP) দিয়ে কোন প্রতিষ্ঠানে প্রবেশের সময় কিউআর কোড (QR CODE) স্ক্যান করা হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে আপনি কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছিলেন কীনা তা জানা যাবে এবং আপনাকে সতর্ক করে দেয়া হবে।
মেয়র জানান, মসজিদ, রেস্টুরেন্ট, ক্যাফে, দোকানপাটসহ জনসাধারনের যাতায়াত রয়েছে এমন সকল প্রতিষ্ঠানের প্রবেশমুখে এই কিউআর কোডটি সরকারের ওয়েভসাইট থেকে ডাউনলোড করে লাগিয়ে রাখার অনুরুধ করা হয়েছে।
এই কোডটি পেতে https://www.gov.uk/create-coronavirus-qr-poster ওয়েভসাইট ভিজিট করতে হবে। আর ওয়েভসাইটে ফর্মটি ফিলাপের সময় প্রতিষ্ঠানের বিস্তারিত দেয়া হলে প্রত্যেকের জন্য নিজস্ব কোড সম্বলিত পোস্টার দেয়া হবে।
মেয়র একে খুবই সহজ একটি বিষয় আখ্যায়িত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্ঠা ছাড়া আমরা এই ভাইরাস মোকাবেলা করতে পারব না।
মেয়র করোনা ভাইরাস সংক্রমনরোধে অন্যান্য সতর্কতাগুলোও মেনে চলার আহধ্বান জানান। বিশেষ করে কোন জরুরী কারন ছাড়া কারো বাড়ীতে না যাবার পরামর্শ দেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন