রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ইয়াছিন আলী ওরফে কালা বাবুল (৪৫) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২৭ মার্চ) রাতে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইয়াছিন আলী একই এলাকার মৃত মর্তুজ আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকসহ পুলিশের একটি দল উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ এলাকায় ডাকাত সর্দার কালা বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সর্দারের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় ২টি, সিলেটের মোগলাবাজার থানায় ২টি, শ্রীমঙ্গল থানায় ২টি, শায়েস্তাগঞ্জ থানায় ২টি, নবীগঞ্জ থানায় ১টি, কুলাউড়া থানায় ১টি ও রাজনগর থানায় ১টি মামলা রয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী ডাকাত দলের সর্দার ইয়াছিন আলীকে রহিমপুর ইউনিয়ন থেকে আটক করা হয়েছে,আজ মঙ্গলবার (২৮ মার্চ) মৌলভীবাজার কোর্টে তাকে প্রেরন করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন