জিবিনিউজ24ডেস্ক//
সিরিয়াল ও বিগ বসের মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী হিনা খান। বর্তমানে মুম্বাই ইন্ডাস্ট্রির অন্যতম নামও তিনি। সম্প্রতি প্রথমবারের মতো ওমরাহ করতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে গিয়েছে তার পরিবারও। কিন্তু সেখানে গিয়েই বাধে বিপত্তি।
জানা যায়, সৌদি আরবে গিয়ে একের পর এক ছবি পোস্ট করছিলেন তিনি। আর তার জেরেই মারাত্মক ট্রোলের মুখে পড়তে হয় তাকে।
বর্তমানে মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান মদিনায় অবস্থান করছেন হিনা খান। তবে রমজান শুরুর আগেই মক্কায় পৌঁছান এ অভিনেত্রী। ওমরাহ করেও ভীষণ খুশি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। কারণ যে ছবি তিনি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে- মাটিতে বসে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন তিনি। আর তাতেই অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ।
একজন লিখেছেন, “এই জন্য উমরাহ গিয়েছেন, লজ্জা হওয়া উচিৎ”। অন্যজনের বক্তব্য, “এটা কি বিজনেস ট্রিপ? যে পুণ্যের জন্য গিয়েছে তা আদতে মিলবে তো?” এখানেই কিন্তু শেষ হয়নি।
আরেকজন লিখেছেন, “মালদ্বীপ, লন্ডন, সুইটজারল্যান্স আর এখন এই। মক্কা-মদিনা, বৈষ্ণবদেবী এখন ফটোশুটের আখড়া হয়ে গিয়েছে।”
আর এর পরেই ইনস্টাগ্রামের কমেন্ট বক্স করে দিয়েছেন এ অভিনেত্রী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন