চরিত্র ফুটিয়ে তুলতে বলিউড তারকারা কত দামের পোশাক পড়েন?

জিবিনিউজ24ডেস্ক//  

বলিউড তারকাদের নিয়ে বরাবরই এক অন্যরকম কৌতূলহল থাকে ভক্তদের মনে। তাদের অভিনয় থেকে শুরু করে বাস্তব জীবন সব বিষয়ে জানতে মুখিয়ে থাকেন লাখ লাখ ভক্তরা। এমনকি তাদের পোশাক-পরিচ্ছদ নিয়েও হয় না কম চর্চা। ছবি করতে গিয়ে যে পোশাক পড়েন তারকারা, জানেন কি সেটির দাম কত?। তারকাদের চরিত্রগুলো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য কয়েক লাখ টাকা খরচ করেন পরিচালক।

চলুন জেনে নিই ছবিতে বাস্তব চরিত্র ফুটিয়ে তুলতে কে কত লাখ টাকা মূল্যের পোশাক পড়েছে─

মাধুরী দীক্ষিত : দেবদাস ছবিতে একটি সবুজ লেহেঙ্গা পরে দেখা গেছে অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে। জানা যায়, অভিনেত্রীর সেই লেহেঙ্গার দাম প্রায় ১৫ লাখ টাকা। পোশাকের ওজন ৩০ কেজি।

দীপিকা পাডুকোন : বাজিরাও মাস্তানি ছবিতে একেবারে অন্যরকম সাজে দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে। তার চরিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য বেছে নেওয়া হয়েছিল ৫০ লাখ টাকারও বেশি দামের পোশাক।

ঐশ্বর্য রাই : ঐতিহাসিক ছবি যোদ্ধা আকবরে দেখা গিয়েছে তাকে। অভিনেত্রীকে পরিপাটি করে সাজিয়েছিলেন ছবির পরিচালক। শোনা যায়, ছবিতে তিনি যতগুলো পোশাক পড়েছেন সব কটির ২ লাখ টাকার বেশি দাম।

শাহরুখ খান : রাওয়ান ছবিতে ৪ কোটি টাকার পোশাক পড়েছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। লস অ্যাঞ্জেলেসে তৈরি করা হয়েছিল অভিনেতার নীল পোশাক।

করিনা কাপুর : কামবখ্ত ইশক ছবিতে একটি কালো পোশাকে দেখা গেছে বলিউডে তাকে। জানা যাচ্ছে, তার এই পোশাকের দাম ৪ লাখ টাকা। প্যারিস থেকে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বিশেষভাবে অর্ডার করেছিলেন এই পোশাক।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন