রুবেল আহমেদ || মৌলভীবাজার প্রতিনিধি
চাচির পরকীয়ার কথা জেনে যাওয়ায় খুন হতে হয়েছে ভাতিজা রাজু মিয়া নামে (২২)বছরের এক তরুন।
মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবালা গ্রামে এই খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ দুই চাচাকে আটক করেছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ ) সকাল সাড়ে দশটায় সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।রাজু মিয়া সদর উপজেলার আপার কারবালা ইউনিয়নের হাদিস মিয়ার ছেলে।
এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিহতের চাচা শাহ আলম (৩৬) ও জাকির হোসেন (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়,শাহ আলম এর স্ত্রীর সাথে পরকীয়া চলছিল রাজুর চাচির,পরকীয়ার বিষয়টি রাজু জেনে যায়,গতকাল বুধবার দুপুরে শহর থেকে বাড়ি যাওয়ার পথে দুই চাচা মিলে রাজুকে রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকেন এতে মাটিতে লুটিয়ে পড়েন রাজু। এ সময় স্থানীয়রা তাহাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের নিয়ে আসলে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এম এ জি ওসমানি হাসপাতালে রেফার্ড করেন।
আজ বৃহস্পতিবার ৩০শে মার্চ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত মোঃ মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন