জেল থেকে কাল মুক্তি পাচ্ছেন নভোজিৎ সিং সিঁধু

gbn

  জিবিনিউজ24ডেস্ক//  

পাঞ্জাবের শীর্ষ কংগ্রেস নেতা নভোজিৎ সিং সিঁধু কাল জেল থেকে মুক্তি পাবেন। ৩৪ বছর আগে রাস্তায় মারামারি করে এক ব্যক্তিকে হত্যার কারণে গত বছর সিঁধুকে এক বছরের জেল দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, নভোজিৎ সিং সিঁধুর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মুক্তির ব্যাপারে শুক্রবার একটি টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘সবাইকে জানানো যাচ্ছে যে সরদার নভোজিৎ সিং সিঁধু কাল পাতিয়ালা কারাগার থেকে মুক্তি পাচ্ছেন।’

পরবর্তীতে এ টুইটের সত্যতা নিশ্চিত করেন সিঁধুর আইনজীবি এইচপিএস বর্মা।

২০২২ সালের মে মাসে সিঁধুকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু জেলে ভালো আচরণ করায় তাকে আগেই মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার আইনজীবি।

নভোজিৎ সিং ভারতের জাতীয় ক্রিকেট দলের এক সময়ের তারকা খেলোয়াড় ছিলেন। ক্রিকেটের পাট চুকিয়ে তিনি যোগ দেন রাজনীতিতে। এরপর দীর্ঘ সময় ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কংগেসের পাঞ্জাব প্রদেশের প্রধানের দায়িত্ব পালন করেছেন তিনি। কিন্তু সর্বশেষ নির্বাচনে পাঞ্জাব কংগ্রেসের হাতছাড়া হয়ে যাওয়ার পর তিনি দায়িত্ব ছেড়ে দেন। এরপরই ৩৪ বছরের পুরোনো একটি ঘটনায় সিঁধুকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এনডিটিভি জানিয়েছে, ১৯৮৮ সালের ২৭ ডিসেম্বর গুরনাম সিং নামের ৬৫ বছর বয়সী এক ব্যক্তির সঙ্গে রাস্তায় বিবাদে জড়ান নভোজিৎ সিং। গাড়ি পার্ক করা নিয়ে গুরনামের সঙ্গে তার ঝগড়া হয়। তর্কাতর্কির এক পর্যায়ে গুরনাম সিংকে গাড়ি থেকে বের করে মাথায় আঘাত করেন তিনি। এর কয়েকদিন পর হাসপাতালে গুরনাম সিংয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ২০১৮ সালে নভোজিৎকে এক বছরের জেল দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে ওই রায় বাতিল করে তাকে কারাদণ্ড দেওয়া হয়।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন