কলকাতার ২৬ জনের তালিকায় জায়গা হয়নি সাকিব-লিটনের

জিবিনিউজ24ডেস্ক// 

এবারের আসরে প্রথমবারের মত মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচের আগে নিজেদের ফেইসবুক পেইজে দলের ২৬ জন সদস্যের একটি তালিকা প্রকাশ করে ফ্যাঞ্চাইজিটি। আর তাতে দেখা যায়নি সাকিব আল হাসান এবং লিটন দাসকে।

মূলত ২০২২ সালের খেলোয়াড়দের তালিকা হওয়ায় সেখানে নেই বাংলাদেশের এই দুই তারকা ক্রিকেটার। দুজনই এবার কলকাতার হয়ে খেলার জন্য চুক্তি করেছেন। যদিও বিসিবির ছাড়পত্র ইস্যুতে এখনও ভারতে যেতে পারেননি তারা।

ফেসবুক পেজে প্রকাশিত ওই ছবিতে কলকাতা ক্যাপশন দিয়েছে, ‘এগিয়ে চল। আমরা অপেক্ষা করছি।' বিদেশি ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ নবী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, অ্যারন ফিঞ্চ, প্যাট কামিন্স, লকি ফার্গুসনদের মতো তারকাদেরও নাম ছিল। 

গত বছরের ২২ ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত নিলামে সাকিবকে দেড় কোটি ও লিটনকে ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছিল কলকাতা। সাকিব ২০১১ সাল থেকে ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলে আসলেও এবারই প্রথম সুযোগ পেলেন লিটন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন