ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌর যুবলীগ কমী লায়েক মিয়ার হত্যাকারী খুনীদের গ্রেপ্তারের দাবীতে
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
গত শুক্রবার বিকালে মন্ডলীভোগস্থত আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে এসে এক প্রতিবাদ সমাবেশের অনুষ্টিত হয়। ছাতক আওয়ামীলীগ নেতা ও পৌরসভার মেয়রআবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজলের সঞ্চালনায় অনুষ্টিত
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী,নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা,ছাতক সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম,ছাতক পৌরসভার কাউন্সিলর ইরাজ মিয়া,ছালেক মিয়া,শফিকুল ইসলাম,নাজিমুল হক,আব্দুল কাদির,রিয়াদ আহমদ চৌধুরী, মাহির চৌধুরী, সম্রাট চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন য়ুবলীগ কমীর হত্যার মামলা নিচ্ছেন না বলে অভিযোগ করেন তারা।
অভিযোগ পরিপ্রেক্ষিতে দ্রুত মামলা এফআইআর করে লায়েক হত্যাকারী খুনীদের গ্রেপ্তার করতে হবে,এই হত্যাকান্ডের সাথে জড়িত আছে ছাতক দোয়ারাবাজার এলাকার
অদৃশ্য একটি কালোহাতের ইশারা এ হত্যা হয়েছে। গত ২৮ রাত সোয়া নয়টায় থানার সুরমা নদীর গনেশপুর খেয়াঘাট এলাকায় অতর্কিত হামলায় নিহত হয়েছেন যুবলীগ কমী লায়েক মিয়া।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন