জিবিনিউজ24ডেস্ক//
তুরস্কে আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচন উপলক্ষ্যে প্রচারণায় নেমেছেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানসহ অন্যান্য প্রার্থীরা।
নির্বাচনের প্রচারণা চলার সময় গত শুক্রবার (৩১ মার্চ) এরদোয়ানের একে পার্টির অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী দল আইওয়াইআই পার্টির ইস্তাম্বুল অফিসে গুলির ঘটনা ঘটে। ওই ঘটনার পর আইওয়াইআই পার্টির নেত্রী মেরাল আকসেনার এরদোয়ানকে শুধুমাত্র ‘রিসেপ’ নাম ধরে ডেকে তীব্র সমালোচনা করেন।
আর নাম ধরে ডাকার ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হয়েছেন তার্কিস প্রেসিডেন্ট।
তিনি শনিবার এক টিভি সাক্ষাৎকারে নেত্রী মেরাল আকসেনাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘আমাদের নাম নিয়ে খুব সতর্ক থাকবেন। আমার নাম তাইয়েপ। আমার ডাক নাম এরদোয়ান। যখন কথা বলবেন ভালোভাবে বলবেন।’ মেরালকে উদ্দেশ্য করে তিনি আরও বলেছেন, ‘আমার সাথে লাগতে আসবেন না।’
এরদোয়ানকে এবারের প্রেসিডেন্ট নির্বাচনে হারানোর জন্য যে জোট গঠন করা হয়েছে সেখানে আকসেনার দল আইওয়াইআই পার্টি দ্বিতীয় বড় দল।
২০১৯ সালে রাজধানী ইস্তাম্বুলসহ বেশ কয়েকটি মিউনিসিপ্যাল নির্বাচনে হেরে যায় এরদোয়ানের একে পার্টি। তার দলকে হারাতে ওই সময় বড় ভূমিকা রেখেছিলেন মেরাল আকসেনা।
এদিকে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এবারও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন এরদোয়ান। তবে গত ফেব্রুয়ারিতে দেশটিতে ভূমিকম্প আঘাত হানার পর তার জনপ্রিয়তায় কিছুটা ভাটা পরে। কারণ ওই সময় ভূমিকম্পের উদ্ধার অভিযান নিয়ে অনেকের মনে ক্ষোভের সৃষ্টি হয়। এছাড়া বর্তমানে দেশটিতে মূল্যস্ফীতি বৃদ্ধির বিষয়টিও এরদোয়ানের জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে।
এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে এরদোয়ান এবং বিরোধী জোটের নেতা কেমাল কালিকদারোগলুর মধ্যে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন