রুবেল আহমেদ || মৌলভীবাজার সদর প্রতিনিধি ||
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিনুল হক এর সার্বিক দিক নির্দেশনায় শেরপুর পুলিশ ফাঁড়ীর চৌকস ইনচার্জ এসআই(নিঃ) মোঃ সাব্বির আহসান, গোপন সংবাদের ভিত্তিতে, সংবাদ পেয়ে শেরপুর গোল চত্বর লাইটেস স্ট্যান্ডের সামনে বেরীকেড দিয়া ১৬ অক্টোবর শুক্রবার রাত ১০:৩৫ ঘটিকার সময় ভারতীয় আমদানী নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি বহনকারী ০১টি প্রাইভেট কার আটক করেন।
পরবর্তীতে উক্ত গাড়ীতে থাকা চোরাচালান ব্যবসায়ী ১- চয়ন দাস (২২), পিতা- ছানু দাস গ্রাম- তেরহাতী, থানা- ওসমানীনগর , জেলা- সিলেট, এবং ২- টিপু মিয়া (২৪), পিতা- আব্দুস সোবহান, গ্রাম- মোকবেলপুর (গোয়ালজুরি ইউপি) , থানা- বালাগঞ্জ, জেলা-সিলেটদ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের কাছ থেকে ২,৭৭,৮৭৫ (দুই লক্ষ সাতাত্তর হাজার আটশত পঁচাত্তর) শলাকা ভারতীয় আমদানী নিষিদ্ধ শেখ নাসির উদ্দিন বিড়ি, যাহার বাজার মূল্য ২,৭৭,৮৭৫ টাকা উদ্ধার করেন।
পরবর্তীতে বর্নিত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া তাহাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন