জিবিনিউজ24ডেস্ক//
সংযুক্ত আরব আমিরাতের আজমান প্রদেশে ফরহাদ আহমদ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের চন্ডিনগর (হরিনগর) গ্রামের তজমুল আলীর বড় ছেলে।
গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ভোরে সেহরি খাওয়ার পর ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। ফরহাদ আহমদ বছরখানেক আগে আমিরাতে এসেছিলেন। তিনি আজমান শহরের আল জরফ এলাকায় থাকতেন।
ফরহাদ আহমদের চাচা সাইফুল কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ফরহাদ ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। চার লাখ টাকা ঋণ করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে সে আমিরাতে আসে। অনেক আশা নিয়ে প্রবাসে এলেও মাত্র এক বছরের মাথায় না ফেরার দেশে চলে গেল।
সদ্য বিয়ে করে প্রবাসে এসে ছিলেন এক বুক স্বপ্ন নিয়ে। কিন্তু দেশে ফিরবেন কফিনে বন্দি হয়ে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন