অভিনেত্রী প্রভার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন সেই আইনজীবী

জিবিনিউজ24ডেস্ক//  

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন তাকে লিগ্যাল নোটিশ পাঠানো সেই আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী। সোমবার (৩ এপ্রিল) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘ডাকযোগে নোটিশ পাঠানোর এক সপ্তাহের মধ্যে সেটি প্রাপকের পাওয়ার কথা। আজ (সোমবার) ১২ দিন হতে চলল, তার (প্রভার) পক্ষ থেকে প্রাপ্তিস্বীকার আসেনি। নোটিশের জবাবও পাইনি। তাই আমি যে ঘোষণা দিয়েছিলাম নোটিশের জবাব না পেলে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা করা হবে। আমি সে প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে মামলার কাজ শুরু করা হয়েছে।’

তিনি আরও বলেন, “শনিবার (১ এপ্রিল) প্রভা একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলেছেন। কথা বলার একপর্যায়ে তিনি পুরো সমাজকে তার কাছে ক্ষমা চাইতে বলেছেন। তিনি বলে ওঠেন, ‘ক্ষমা আমি চাইব কেন? ক্ষমা তো এই সোসাইটিকে চাওয়া উচিত আমার কাছে।’ পাশাপাশি তিনি (প্রভা) উল্লেখ করেন, যারাই তার জীবনে এসেছে যাওয়ার সময় একটা ব্লেইম গেম খেলে গেছে। তার (প্রভার) এসব কথা প্রমাণ করে আইনি নোটিশ সম্পর্কে অবশ্যই অবগত আছেন তিনি।”

জয়নাল আবেদীন মাযহারী বলেন, ‘আমি একজন আইনজীবীর পাশাপাশি একজন ধর্মপ্রাণ মুসলিম নাগরিক। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে হেয় বা ছোট করা আমার বিন্দুমাত্র কাম্য নয়। আমি চাই তিনি যে ভুল কাজটি করেছেন, একজন মুসলমান হয়েও অবৈধ শারীরিক সম্পর্কে জড়িয়েছেন। এতে তার ফ্যান ফলোয়াররাও মোটিভেটেড হয়ে এমন ঘৃণ্য কাজে জড়িত হবে। তাদের কাছে এটা একটা স্বাভাবিক ঘটনা মনে হবে। তাই আমি চেয়েছি প্রভা যেন সেটির জন্য প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে আর এমন ভুল কাজ করবেন না বলে ফ্যান ফলোয়ারদের মেসেজ দেন।’

আইনজীবী বলেন, ‘অভিনেত্রী প্রভার ভাইরাল স্ক্যান্ডালটির বিষয়ে পাঠানো লিগ্যাল নোটিশের বিষয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এত দিন পর কেন আমি নোটিশ পাঠালাম। মূলত, আমি নোটিশেও উল্লেখ করেছি স্ক্যান্ডালটি ভাইরাল হওয়ার দীর্ঘ বছর পর্যন্ত এটি ফেক না কি সঠিক এটার কোনো ক্লিয়ার মেসেজ ছিল না। কিছু দিন আগে দেশের স্বনামধন্য কয়েকটি গণমাধ্যমের মারফত জানতে পারি প্রভা তার বয়ফ্রেন্ড রাজীবের দ্বারা প্রতারিত হয়েছেন এবং তিনি যে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেছেন সেটার স্বীকারোক্তি তিনি নিজে দিয়েছেন। তিনি ঘটনার স্বীকারোক্তি দেওয়ার পরই আমি বিষয়টি নিশ্চিত হই। তাই তাকে এ নোটিশ পাঠানো হয়েছে।’

লিগ্যাল নোটিশ পাঠানো অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী

লিগ্যাল নোটিশ পাঠানো অ্যাডভোকেট জয়নাল আবেদীন মাযহারী 

অপরদিকে, সোমবার (৩ এপ্রিল) পর্যন্ত এমন কোনো নোটিশ বা চিঠি পাননি বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। তিনি ঢাকা পোস্টকে বলেন, ‘আমরা এমন কোনো নোটিশ বা চিঠি এখনো পাইনি। আমাদের অভিনয়শিল্পী সংঘের কার্যালয় প্রতিটি কর্মদিবসে খোলা থাকে। সেখানে পিয়ন থেকে শুরু করে সিকিউরিটি গার্ডসহ অনেকেই নিয়মিত অফিস করেন। যেহেতু আইনি নোটিশের কথা বলছেন, তাহলে রেজিস্ট্রি মেইনটেইনের বিষয় আছে। চিঠি বা নোটিশ অফিসে এলে কেউ রিসিভ করলে অবশ্যই ডকুমেন্টস থাকবে। কিন্তু আজ পর্যন্ত আমরা এমন কোনো নোটিশ বা চিঠি পাইনি। যে নোটিশের কথা আপনি বলছেন, সেটি পেলে আমরা আইনিভাবেই মোকাবেলা করব। অতি সম্প্রতি আমরা লিগ্যাল উইংস গঠন করেছি। আমাদেরও আইনের লোক আছে।  আইনি বিষয় আমর আইনিভাবেই ফেস করব।’

ডাকযোগে পাঠানো সেই লিগ্যাল নোটিশটি ১২দিনেও কেন কুমিল্লা থেকে ঢাকায় পৌঁছায়নি এমন প্রশ্নে কুমিল্লা বিভাগীয় ডাক বিভাগের পরিদর্শক (প্রশাসন) মো. ইমাম মেহেদী ঢাকা পোস্টকে বলেন, ‘ডাকযোগে পাঠানো কোনো কিছু উল্লিখিত ঠিকানায় পৌঁছতে সময় বেশি লাগার কথা নয়। তবে অনেক সময় গুরুত্বপূর্ণ চিঠিগুলো আমাদের পিয়ন একমাত্র প্রাপকের হাতেই পৌঁছে দিতে চান। প্রাপক যদি সেলিব্রিটি হন তাহলে তাকে পাওয়াও তো অনেক সময়ের ব্যাপার আপনিও সেটা জানেন। তবে আমি খোঁজ নিয়ে দেখব, কেন এত বিলম্ব হচ্ছে।’

এ বিষয়ে জানতে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে একাধিকবার ফোন করা হলেও ফোন তোলেননি তিনি।

প্রসঙ্গত, গত ২৩ মার্চ (বৃহস্পতিবার) জনসম্মুখে ক্ষমাপ্রার্থনা করে ভবিষ্যতে আর এমন অনৈতিক কাজ করবেন না মর্মে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে লিগ্যাল নোটিশ পাঠান জয়নাল আবেদীন মাযহারী নামের কুমিল্লার এক আইনজীবী। নোটিশে তিনি ভাইরাল স্ক্যান্ডালের বিষয় উল্লেখ করে ৭ দিনের মধ্যে জবাব না দিলে গণউৎপাত, নৈতিক অবক্ষয় সৃষ্টির অভিযোগে মামলা করার কথা উল্লেখ করেন। প্রভাকে লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী বাংলাদেশ সুপ্রীম কোর্ট এবং কুমিল্লা জজ কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত আছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন