বাংলাদেশ মানবাধিকার কমিশন বংশাল থানার উদ্যোগে সপ্তাহব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

বাংলাদেশ মানবাধিকার কমিশন বংশাল থানার উদ্যোগে দুঃস্থ ও পথচারীদের মাঝে সপ্তাহব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু। 

আজ ০৪ এপ্রিল (বুধবার) বিকালে রাজধানী পুরান ঢাকার মালিটোলা পার্কে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) বংশাল থানা কমিটির উদ্যোগে দুঃস্থ ও পথচারীদের মাঝে সপ্তাহব্যাপী ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী শুরু করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্জ মো. হুমায়ুন কবির এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক  মো. ইসমাইল,  কোতোয়ালী থানা আওয়ামীগের সাধারন সম্পাদক মো. বাবলা, ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ আবু সাঈদ,  বংশাল থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম বাদল, ৩৫ নং ওয়ার্ড যুবলীগ সাধারন সম্পাদক আশিকুর রহমান আশিক, সাবেক ছাত্র নেতা মোঃ মজিব, সাধারন সম্পাদক সজল, ৩৬ নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি সেন্টু, ৩২ নং ওয়ার্ড আওয়ামীগের আহবায়ক ইয়ারউদ্দিন পিন্টু, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা দক্ষিণ সাধারন সম্পাধক এবং ডেপুটি গভর্নর সৈয়দ আজমল হক, উত্তর সাধারন সম্পাদক এবং সদর সপ্তর বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া মোল্লা প্রমুখ। 

কর্মসূচী উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বংশাল থানা শাখার নির্বাহী সভাপতি আলী সুমন, সাধারন সম্পাদক নূর আলম, সহ-সভাপতি মোঃ আল-আমিন,পুরান ঢাকার আঞ্চলিক শাখার সভাপতি আনোয়ার রাক, মিরপুর আঞ্চলিক শাখার সভাপতি শেখ মোতালেব হোসেন, মোঃ জিহাদ খান। 

সপ্তাহব্যাপী ইফতার সামগ্রী বিতরণ উদ্বোধন কর্মসূচী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন বংশাল থানা শাখার সভাপতি হায়দার রিয়াজ খান।

উল্লেখ্য,  বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) বংশাল থানা কমিটির প্রতিবছর দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার কর্মসূচী পালন করে।  

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন