নিজস্ব প্রতিবেদক::
সাংবাদিক ও সুধীজনদের সম্মানে সাপ্তাহিক মৌলভীবাজার সমাচার পত্রিকার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) মৌলভীবাজার শহরের মামার বাড়ি রেস্টুরেন্টের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার সমাচার এর পাঠক, সুধীজন ও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মৌলভীবাজার সমাচার পত্রিকার সম্পাদক আবদাল মাহবুব কোরেশীর সভাপতিত্বে ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক সৈয়দ রুহুল আমিন, বাসসের জেলা প্রতিনিধি ডা: ছাদিক আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব খালেদ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি নুরুল ইসলাম শেফুল, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি বকসি মিছবাহুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ সভাপতি অশোক কুমার দাশ, সিনিয়র সাংবাদিক মাসুদ আহমদ, সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, সাংবাদিক আজাদুর রহমান, সাপ্তাহিক মুক্তকথার সম্পাদক মামুনুর রশিদ মহসিন, মৌমাছি কন্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজার সভাপতি তমাল ফেরদৌস দুলাল, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রাহেল ও মেহেদি হাসান রুমি, মৌলভীবাজার টিভি সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এমএ হামিদ, মৌলভীবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর ইকবাল প্রমুখ।
ইফতারের পূর্ব দেশ ও জাতির কল্যাণে মোনাজাত পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জয়নুল হক।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন