রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মাজদিহী চা বাগানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুদালের কুপে লক্ষী কালিন্দি নামের এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। ঘটনার সাথে জড়িত সন্ধেহে পুলিশ ৪ জনকে আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, মঙ্গলবার ৪ এপ্রিল ড্রেনের মাটি কাটা নিয়ে মাজদিহী চা বাগান এলাকার নিহত লক্ষী কালিন্দি ও একই এলাকার বিশনাথ সাওতাল এর মধ্যে কথা কাটাকাটি হয়।
এ ঘটনার জেরে সন্ধ্যার কিছু আগে বাড়ি ফিরার পথে বিশনাথ সাওতাল লক্ষী কালিন্দিকে তার দোকানে পাশে কোদাল দিয়ে মাথায় আঘাত করে গুরুত্বর আহত করে। স্থানীরা উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন জানান, ঘটনার সাথে জড়িত সন্ধেহে বিশনাথ সাওতাল সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। নিহতের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন