মাঝরাত পর্যন্ত বেলারুশের প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের বৈঠক

  জিবিনিউজ24ডেস্ক// 

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে বুধবার (৫ এপ্রিল) মস্কোতে যান বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। এদিনই পুতিনের সঙ্গে বৈঠকে বসেন তিনি।

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রো পেসকোভ বৃহস্পতিবার (৬ এপ্রিল) সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল ‘দীর্ঘ সময় ফলপ্রসু আলোচনা’ করেছেন এ দুই নেতা। তাদের মধ্যে মাঝরাতের পরও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবারের পর আজ বৃহস্পতিবার পুতিন-লুকাশেঙ্কো আবারও বৈঠক করবেন। ‘সুপ্রিম স্টেট কাউন্সিল অব দ্য ইউনিয়ন স্টেট অব রাশিয়া অ্যান্ড বেলারুশের’ অংশ হিসেবে তাদের মধ্যে এ আলোচনা হচ্ছে।

রাশিয়া-বেলারুশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করাই এটির মূল বিষয়।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রো পেসকোভ আরও জানিয়েছেন, বৃহস্পতিবার ইউক্রেনের অধিকৃত চার অঞ্চল দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া এবং খেরসনের নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রেসিডেন্ট পুতিন।

আন্তর্জাতিক আইনে অন্য দেশের অঞ্চল অধিগ্রহণ করা অবৈধ। তবে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গত বছর ইউক্রেনের এ চার অঞ্চলকে অধিগ্রহণ করে সেগুলোকে রাশিয়া ফেডারেশনের সঙ্গে যুক্ত করেন পুতিন।

এদিকে এবার রাশিয়া সফরের যাওয়ার আগে বেলারুশের প্রেসিডেন্ট রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন। তখন রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল লুকাশেঙ্কো যখন আসবেন তখন প্রেসিডেন্ট পুতিন এ নিয়ে কথা বলবেন।

এছাড়া লুকাশেঙ্কোর সঙ্গে এ বৈঠকের আগে বেলারুশে ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন পুতিন। এ পারমাণবিক অস্ত্র মোতায়েন নিয়েও তাদের মধ্যে আরও বিস্তারিত আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন