রুবেল আহমেদ|| মৌলভীবাজার সদর প্রতিনিধিঃ- বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল মৌলভীবাজার জেলার আয়োজনে
মৌলভী বাজারে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, নারী ও শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধ, দ্রব্যমূল্যের উর্ধগতি রোধসহ বিভিন্ন দাবীতে মাননবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৭ অক্টোবর সকাল ১১.৩০ থেকে ঘন্টা ব্যাপি, মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে এই "মানববন্ধন" অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্রলীগ - বিসিএল মৌলভীবাজার জেলার সভাপতি জনাব জাকির হোসেন খান এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ নেতা ছমির আহমদের পরিচালনায় মানববন্ধনে প্রথান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ জেলা সভাপতি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব জনাব আ স ম ছালেহ সুহেল।
বক্তব্য রাখেন জেলা বাংলাদেশ জাসদ যুগ্ম- সম্পাদক জনাব হাসান আহমদ রাজা, সদর উপজেলা জাসদ সভাপতি জনাব অপু প্রেন্টিস, বাংলাদেশ জাতীয় যুবজোট জেলা সম্পাদক জনাব সোহেল সামাদ পলাশ, কৃষক জোট জেলা নেতা জনাব টি এম আলমগীর, জেলা বাংলাদেশ ছাত্রলীগ- বিসিএল সাধারণ সম্পাদক জনাব মাহিউল মতিন আবির প্রমূখ ।
এসময়ে নেতৃবৃন্দ মৌলভীবাজারে একটি পূর্ণাঙ্গ পাবলিক ট্যাকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবী জানিয়ে বলেন প্রবাসি অধ্যষিত এই এলাকায় যদি ট্যাকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয় তাহলে এখান থেকে প্রশিক্ষিত হয়ে প্রবাসে গেলে শ্রমিকরা দক্ষ হিসাবে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং দেশে শিল্পকারখানা বিকাশে ভূমিকা রাখতে পারবে এমনকি ব্যক্তিগত ভাবেও কল কারখানা গড়ে তুলতে পারবে এবং দেশ শিল্পে উন্নত হবে এক্ষেত্রে বক্তরা চিনের উদাহরণ দেন ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্য আরও বলেন বর্তমানে নিত্য-প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, আলু ও সবজির দাম অস্বাভবিক বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে বলে দাবী করে বলেন অভিলম্বে বাজারে সরবরাহ বাড়িয়ে এবং গোয়েন্দা নজরদারীর মাধ্যমে মজুদদারদের মজুদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জনগণকে স্বস্থি দিতে হবে। মানুষ করোনা পরিস্থিতিতে এমতিতেই বেশামাল আর চাপ নিতে পারছে না ।
নারী - শিশুর প্রতি ধর্ষণ, যৌননির্যাতন,নিপিড়ণ,সহিংসতা রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন বক্তারা। বক্তরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান এবং সকল দুর্নীতির মূলোৎপাটন করে দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গড়ার উপর জোর দেন ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন