রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||
মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রীরাইনগর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করলেন সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম গত ৫ এপ্রিল ২০২৩ খ্রি: মাননীয় প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের রোল মডেল মৌলভীবাজার জেলার সদর উপজেলার শ্রীরাইনগর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় তিনি উপকারভোগীদের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের জীবনমান উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন তদারকি করেন। পরিদর্শনকালে এখানে বসবাসরত ৫৩টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব মোঃ আব্দুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব বর্ণালী পাল, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, সহকারী কমিশনার (ভূমি), সদর উপজেলাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন