অসহায় সহিদ আলী বিচারের আশায় দিন গুনচ্ছে

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||


রাজনগর উপজেলার বানারাই গ্রামে আদালতে চলমান মামলাকে অবজ্ঞা করে জোর পূর্বক অন্যের জমিতে পাকা ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।

অসহায় সহিদ আলী মৌরসী সম্পত্তি হারিয়ে আদালতের দ্বারস্থ হয়ে বিচারের আশায় বসে আছে। এদিকে সহিদ আলীর মৌরসী সম্পত্তিতে জোর পূর্বক পাকাঁ ঘর করে বসবাস করছে রুমন আলী গংরা।

অভিযোগে জানাযায়, রাজনগর থানার ৮নং মনসুর নগর ইউনিয়নের বানারাই গ্রামে মৃত রেজাক উল­ার ছেলে মো: সহিদ আলী এস এ খতিয়ান নং ১৫৪ দাগে সাইল .৩২ শতক জমিতে মৌরসী সুত্রে স্বত্ত¡ দখলদার ছিলেন। ভূলবশত আর এস ৩৬৫ খতিয়ান দাগ নং ২৮১ ঔ গ্রামের রুমন উদ্দিন, সফর উদ্দিন, সাবুল মিয়া, হাছন মিয়া, ছয়ফর মিয়া নামে রেকর্ড হলে সহিদ আলী ল্যান্ড সার্ভে ট্রাইবুনালে ৪৪২/১৫ ইং মামলা করেন। রুমন উদ্দিন গংরা বার কয়েক উক্ত জমিতে দখল নিয়ে ঘর তৈরীর চেষ্টা করলে এবং সহিদ আলীকে প্রানে মারার হুমকি দিতে থাকলে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ২৪৮/২১ পিটিশন মামলা করেন।

পিটিশন মামলাটি রাজনগর থানায় তদন্তে গেলে এএসআই মো: আব্দুল কাদের জিলানী তদন্ত শেষে আদালতে রুমন উদ্দিন গংরা জোর পূর্বক দখলও স্থায়ী ভাবে পাকা ঘর নির্মানের জন্য পাকা পিলার ও লিন্ডার স্থাপন করছেন বলে আদালতে রিপোর্ট দেন। এছাড়াও রুমন উদ্দিন গংরা শান্তি ভংঙ্গের অভিযোগ আনেন।

জানা যায়, রুমন উদ্দিন গংরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন, এলাকায় জোর পুর্বক মানুষের জমি দখল, দাংগা হাঙ্গামায় রুমন উদ্দিন গংরা করে চলছে। তাদের ভয়ে কেউ মুখ খোলতে রাজি হয় না। আইন প্রয়োগকারী সংস্থা তাদের উপর কোন আইনি পদক্ষেপ নিচ্ছেন না বলে তাদের অত্যাচার দিন দিন বেড়ে চলছে। আর অসহায় সহিদ আলী বিচারের আশায় দিন গুনচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন