রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||
বুধবার (৫ এপ্রিল) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলা ও পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
চলমান বিশেষ অভিযানে এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানার মামলা নং-০৭(৪)২৩ এর পলাতক আসামি ১। সালাম মিয়া(৪৫) ও ২। কালাম মিয়াদের(৪০) গ্রেফতার করেন।
শ্রীমঙ্গল থানার অপর এক অভিযানে এসআই আমিনুল ইসলাম, এসআই তীথংকর দাসসহ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে সিআর-৪৫/২৩ এর পরোয়ানা ভুক্ত আসামি ১। আলকাছ মিয়া, ২। মোঃ বুলবুল আহমদ এবং ৩। মোঃ ফেরদৌস আহমেদকে গ্রেফতার করে।
অন্য অভিযানে সিআর-৫৯৫/২২ এর পরোয়ানা ভুক্ত আসামি ১। দেলুয়ার মিয়া,২। জয় বানু, ৩। জাহানারা বেগম, ৪। কেবল মিয়া, ৫। আলীম উদ্দিন ৬। ফুল মিয়া, ৭। গোল বানু এবং জিআর-২৫৪/২১ এর পরোয়ানাভুক্ত আসামি ১। যতন দাশকে গ্রেফতার করা হয়।
আজ সকালে গ্রেফতারকৃত সকল আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন