জিবিনিউজ24ডেস্ক//
উয়েফা আয়োজিত টুর্নামেন্ট থেকে গত মৌসুমে সবচেয়ে বেশি প্রাইজমানি আয় করেছে রিয়াল মাদ্রিদ। কাল ক্লাবগুলোর আয়ের এই তালিকা প্রকাশ করেছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থা।
২০২১–২২ মৌসুমে সর্বোচ্চ ১৩ কোটি ৩৭ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৫৬৭ কোটি ৬২ লাখ টাকা) আয় করেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়নস লিগ, ইউরোপা লিগ ও কনফারেন্স লিগে অংশ নেওয়া ক্লাবগুলোর আয়ের তালিকা প্রকাশ করেছে উয়েফা। মোট ২০০ কোটি ইউরো প্রাইজমানি থেকে ক্লাবগুলোকে অর্থ বণ্টন করা হয়েছে।
ক্লাবগুলোর এই আয় হিসাব করা হয়েছে কিছু অনুমিতি মেনে। গ্রুপ পর্বের আয়, জয়ের বোনাস, সম্প্রচারস্বত্বের ভাগ এবং উয়েফার টুর্নামেন্টে অতীত ফলের ওপর নির্ভর করে অতিরিক্ত যে অর্থ দেওয়া হয়, সেসব হিসাব করেই এই আয়ের তথ্য প্রকাশ করা হয়েছে। সে হিসাবে বড় ক্লাব ও ছোট ক্লাবগুলোর আয়ে তারতম্য হবে। কারণ, উয়েফা আয়োজিত টুর্নামেন্টে অতীত পারফরম্যান্স দেখে যে অর্থ দেওয়া হয়, তাতে বড় দলগুলোর আয় বেশি হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন