অমৃত পালকে নিয়ে উদ্বেগ, পাঞ্জাব পুলিশের সব ছুটি বাতিল

 জিবিনিউজ24ডেস্ক//  

ভারতের পাঞ্জাব পুলিশের সকল সদস্যের ছুটি আগামী ১৪ এপ্রিল পর্যন্ত বাতিল করা হয়েছে। পাঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী শিখ নেতা অমৃত পাল বৃহৎ শিখ সমাবেশ আয়োজনের আহ্বান জানানোর পর এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পুলিশ।

অমৃত পালকে কয়েকদিন ধরে খুঁজছে পুলিশ। কিন্তু তারা এখনো তার কোনো সন্ধান পায়নি। গত মাসে অমৃত পালের এক সহযোগীকে পুলিশ আটক করার পর তাকে ছাড়িয়ে আনতে ছুরি, তলোয়াড়সহ অসংখ্য মানুষ পুলিশ স্টেশনে হামলা চালান। এরপরই অমৃতকে নিয়ে নড়েচড়ে বসে ভারতীয় সরকার।

অমৃত পাল আগামী ১৪ এপ্রিল বৈশাখ মাসের প্রথম দিন পাঞ্জাবের বাথিন্দায় ‘সারবাত খালসা’ আয়োজন করার জন্য শিখ ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সংস্থা, আকাল তাকত, এর প্রতি আহ্বান জানিয়েছেন।

তার এ আহ্বানের পর আগামী ১৪ এপ্রিল পর্যন্ত পাঞ্জাবের সকল পুলিশ সদস্যের ছুটি বাতিল নির্দেশ দেন পাঞ্জাব ডাইরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) গৌরব যাদব। ১৪ এপ্রিল পর্যন্ত যাদের ছুটি মঞ্জুর হয়ে গিয়েছিল তাদের ছুটিও বাতিল করার নির্দেশ দিয়েছেন তিনি।

অবশ্য অমৃত পালের এ আহ্বানে সাড়া দেননি শিখ নেতারা। তারা বৈশাখীতে সারবাত খালসার বদলে তিনদিনের একটি সমাবেশ আয়োজনের কথা জানিয়েছেন।

এদিকে অমৃত পাল বর্তমানে কোথায় অবস্থান করছেন সেটি নিশ্চিত হয়। তবে গ্রেপ্তার এড়াতে তিনি ইতোমধ্যে বেশভূষা বদলে ফেলেছেন। বর্তমানে শিখদের ধর্মীয় পোশাক ছেড়ে সুট, শার্ট, প্যান্ট ও চশমা পরে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন