জিবিনিউজ24ডেস্ক//
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল-জায়ানির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম।
শনিবার (৮ এপ্রিল) মানামার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাস জানায়, গত বৃহস্পতিবার (৬ এপ্রিল) রাষ্ট্রদূত নজরুল ইসলাম বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল লতিফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।
এ সময় রাষ্ট্রদূত বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের অনুরোধ জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন