রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||
গতকাল ৭ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বলিয়ারবাগ আটাইশপাইকা গ্রামে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম জসিম জে.কে এর বাড়ীতে অসহায় ও নামাজী ১৫০ পরিবারের মধ্যে সেহরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে তাজুল ইসলাম চৌধুরী উপস্থাপনায় এম জসিম জে.কে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নং চাঁদনীঘাট ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব আখতার উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লন্ডন প্রবাসী জনাব আব্দুল মুকিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লন্ডন প্রবাসী মাহবুব হাসান,বাচ্চু বখত্,শামীম তরফদার, শেখ বাদশা মিয়া, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী,সাবেক ইউপি সদস্য লিপন মিয়া,৩নং ইউপি সদস্য সায়েদ আলী, লন্তন প্রবাসী সোহেল আহমেদ ও মামুনুর রশীদ প্রমূখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন