মোহাম্মদ সেলিম || আমিরাত প্রতিনিধি ||
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী দূতাবাসের উদ্যোগে আবুধাবির প্রবাসীদের সম্মানে এবং বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার ব্যবস্থাপনায় ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে।
শনিবার (৮ এপ্রিল) শিল্পনগরী মোছাফফার ৪০ নাম্বার রজনী গন্ধা খান সি আই পি হলে' আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর। অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ হাজেরা সাব্বির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের উপ মিশন মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রবাসী কল্যান পরিষদের প্রতিস্ঠাতা ও সভাপতি আল সুমাইয়া গ্রুপের সুমাইয়া গ্রুপের চেয়ারম্যান ফখরুল ইসলাম খান (সিআইপি)।
অনুস্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটিরভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমুসহ বিভিন্ন রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ দেড় সহস্রাধিক প্রবাসী কর্মী ও শ্রমিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মান্যবর রাষ্ট্রদূত ইফতার মাহফিলে অংশগ্রহণকারী প্রবাসী কর্মীদের বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন।
এসময় প্রবাসীরা মান্যবর রাষ্ট্রদূতকে তাদের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জানান এবং সেই সাথে এই আয়োজনের জন্য দূতাবাস এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাস্ট্রদূত তাঁর বক্তব্য প্রবাসী শ্রমিকদের মানসিক স্বাস্হ্য উন্নয়নে এ ধরনের অনুষ্ঠানে সবার সাথে প্রানখুলে কথাবার্তা বলার জন্য বলেন। তিনি আমিরাতের সদ্য চালু হওয়া বেকার বীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে সকলকে এ বীমা করে না থাকলে করার আহবান জানান। তিনি প্রবাসীদের দেশের চালিকা শক্তি বলে উল্লেখ করেন,
পরে দেশ জাতি প্রবাসীদের কল্যাণে মোনাজাতে দোয়া করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন