জিবিনিউজ24ডেস্ক//
বক্স অফিসে ঝড় তুলেছিল ‘পুষ্পা: দ্য রাইজ’। শুধু দক্ষিণ ভারতেই নয়, পুরো দেশজুড়ে ব্যাপক ব্যবসা করেছিল আল্লু অর্জুনের এই ছবি।
এবার আসছে পুষ্পা ২। এরই মধ্যে আল্লুর জন্মদিনে মুক্তি পেয়েছে পুষ্পা ২ এর প্রথম লুক ও টিজার।
যা নিয়ে আল্লু অনুরাগীদের উত্তেজনা দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। তবে যে ছবি দিয়ে আল্লুর ক্যারিয়ারে নতুন মোড় এসেছিল সেই ছবির জন্য কত পারিশ্রমিক নিয়েছিলেন তিনি? পুষ্পা ২-এর জন্যই আল্লু অর্জুনের পারিশ্রমিক কত?
জানা গেছে পুষ্পার জন্য আল্লু নিয়েছিলেন ৪৫ কোটি টাকা। এবার পুষ্পা ২-এর জন্য আল্লু তার পারিশ্রমিক প্রায় দ্বিগুণ করেছেন। যার পরিমাণ ৮৫ কোটি টাকা।
এর মাধ্যমে তেলেগু সিনেমায় তিনি এক ইতিহাস সৃষ্টি করেছেন। কারণ সিনেমায় এই পরিমাণ পারিশ্রমিক এর আগে কোন অভিনেতা পাননি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন