জিবিনিউজ24ডেস্ক//
মাতৃত্বের এই সময়টা জমিয়ে উপভোগ করছেন চিত্রনায়িকা পরীমণি। হাঁটি হাঁটি পায়ে বেড়ে উঠছে আদরের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অভ্যাসগত পরিবর্তন আসছে তার মধ্যে। বিষয়টি লক্ষ করেছেন মা পরীমণি। তাই তো যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হলেন নায়িকা।
কী সেই ব্যবস্থা? সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই খোলাসা করলেন তিনি। পরী লেখেন, ‘আমি এখন আমার সাথে বা বেডরুমে আমার মোবাইল ফোন রাখি না। কারণ, রাজ্য মোবাইল ফোন নোটিশ করে নানা কারণেই। এটাতে ওর আগ্রহ বাড়ে, এমন সব খুব সচেতনভাবেই এড়িয়ে যেতে হচ্ছে। কারো সাথে কথা বলার সময় ছাড়া আমি মোবাইল ফোন রাজ্যের সামনে আনি না বললেই চলে।’
এভাবে মোবাইল দূরে রাখতে গিয়ে অনেক সময় অনেকের ফোন ধরতে পারেন না। নিজের সমস্যার কথা জানিয়ে সমাধানও বাতলে দিলেন পরী। তিনি আরও লেখেন, ‘সব সময় সব ফোন কল অ্যাটেন্ড করতে পারি না যখন তখন। আপনাদের দরকারে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব কল ব্যাক করার। আশা করব, বিষয়টি অবশ্যই আপনারা কেয়ার করবেন। থ্যাংক ইউ।’
উল্লেখ্য, মা দিবস উপলক্ষ্যে আগামী ১৯ মে মুক্তি পাবে পরীমণি অভিনীত ‘মা’। মুক্তিযুদ্ধের সময়ে মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে অসহায় মায়ের আবেগের গল্পে নির্মিত হয়েছে সিনেমাটি। অরণ্য আনোয়ার পরিচালিত ছবিটিতে পরীমণি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন