অরুণাচল প্রদেশে অমিত শাহর সফর, চীন বলছে সার্বভৌমত্বের লঙ্ঘন

  জিবিনিউজ24ডেস্ক//  

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অরুণাচল প্রদেশ সফর নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ভারতীয় এই রাজ্যকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা চীন। অরুণাচল প্রদেশ সফরে গিয়ে অমিত শাহ চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করেছেন বলেও নয়াদিল্লিকে হুঁশিয়ার করে দিয়েছে বেইজিং।

সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সংবাদ সম্মেলনে বলেছেন, চীন দৃঢ়ভাবে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর অরুণাচল প্রদেশ সফরের বিরোধিতা এবং এই এলাকায় তার কর্মকাণ্ডকে বেইজিংয়ের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন বলে মনে করে।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশকে নিজেদের ভূখণ্ড দাবি করে সম্প্রতি ওই অঞ্চলের কিছু জায়গার নাম পরিবর্তন করেছে চীন।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চীনের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, ‘জাংনান চীনের এলাকা।’

‘জাংনানে ভারতীয় কর্মকর্তার সফর চীনের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করে এবং সীমান্ত পরিস্থিতির শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য অনুকূল নয়।’

ভারত এবং চীনের মাঝে প্রায় ৩ হাজার ৪৪০ কিলোমিটার বিতর্কিত সীমান্ত রয়েছে। উভয় দেশের সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) নামে পরিচিত ডি ফ্যাক্টো এই সীমান্তে যেকোনও ধরনের আগ্নেয়াস্ত্রের ব্যবহার এড়াতে দীর্ঘদিনের প্রোটোকল মেনে চলেন।

বিশ্বের অন্যতম বৃহৎ দুই সামরিক বাহিনীর সদস্যরা অরুণাচলের বিতর্কিত সীমান্ত এলাকার অনেক স্থানে কয়েক বার সরাসরি সংঘাতে জড়িয়েছে। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে তাওয়াং শহরের সীমান্তে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।

অরুণাচল প্রদেশের নিয়ন্ত্রণ নিয়ে ১৯৬২ সালে একবার পুরোমাত্রার যুদ্ধে জড়িয়েছিল চীন এবং ভারত। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যকে বেইজিং পুরোপুরি নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। অরুণাচল প্রদেশকে তিব্বতের অংশ হিসাবে বিবেচনা করে চীন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন