মৌলভীবাজার মডেল থানা পুলিশের উদ্যোগে ৪০০ জন পথচারিদের মাঝে ইফতার বিতরণ

রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি ||

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের উদ্যোগে শহরের প্রায় ৪০০ জন গরীব-দুখী, পথচারি মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার ১১ এপ্রিল বিকেলে শহরের কুসুম ভাগ ট্রাফিক বক্সের সামনে গরীব-দুখী, পথচারিদের মাঝে  ইফতার তুলে দেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মশিউর রহমান। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, আজকে পবিত্র মাহে রমজান উপলক্ষে মৌলভীবাজার সদর মডেল থানার পক্ষ থেকে আমরা ইফতার বিতরণ করতে যাচ্ছি। আপনারা জানেন, সেবাই পুলিশের ধর্ম, পাশাপাশি পুলিশকে মানবিক পুলিশ এবং জনগণের পুলিশ নিদের্শনা রয়েছে। আমাদের পুলিশ প্রধানসহ মাননীয় রেঞ্জ ডিআইজি, মাননীয় পুলিশ সুপারের নিদের্শনায় আমরা জনগণের কাছাকাছি এসে আমাদের সেবাগুলো জনগণের সেবায় পৌঁছে দিতে চাচ্ছি।

এর পাশাপাশি ইফতারের আয়োজনের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত নিম্ন আয়ের মানুষ যারা তাদের মুখে হাসি ফুটাতে চাচ্ছি। এরই লক্ষ্যে একটা সাধারণ প্রচেষ্ঠা হচ্ছে আজকের ইফতারের আয়োজন।

আমরা বিশ্বাস করি এ সাধারণ মানুষের মুখে হাসি ফুটানোর মাধ্যমে আমাদের যে প্রচেষ্ঠা এটা স্বার্থক হবে। এবং আমি বিশ্বাস করি যে এই সাধারণ মানুষগুলোর হাসিতেই বাংলাদেশ হাসবে। আমরা আজ ৪০০ জন মানুষের মধ্যে ইফতার বিতরণ করবো।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন