হিন্দি সিনেমার হিরো হবেন শাহরুখ, স্বপ্নেও ভাবেননি তার বন্ধু

জিবিনিউজ24ডেস্ক//  

‘ইউফোরিয়া’ ব্যান্ডের প্রধান গায়ক পলাশ সেন এবং অভিনেতা শাহরুখ খানের সম্পর্কের কথা অনেকেরই অজানা। তারা স্কুলের বন্ধু ছিলেন। ভারতের নয়াদিল্লির সেন্ট কলম্বাস স্কুলে পড়তেন দুজনে। সমবয়সী হলেও শাহরুখের এক ক্লাস সিনিয়র ছিলেন পলাশ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে উঠে আসে পলাশের সঙ্গে শাহরুখের স্কুলজীবনের স্মৃতি। পলাশের কথায়, অসাধারণ বুদ্ধিমান ছিল শাহরুখ, এমন মেধাবী ছাত্র আমি আর দেখিনি। যেকোনো কাজ করলেই একই রকম সফল হতো ও, এই বিশ্বাস আমার ছিল।

তবে বাল্যবন্ধু শাহরুখ সবকিছু ফেলে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেওয়ায় বেশ অবাক হয়েছিলেন পলাশ।

শাহরুখ যখন দশম শ্রেণিতে পড়েন তখন থেকেই তার উচ্চাশা সম্পর্কে স্পষ্ট ধারণা ছিল। পলাশ বলেন, আমি জানতাম শাহরুখ জীবনে বড় কিছু করবে। ভালো ক্রিকেট খেলত শাহরুখ, হকিতেও ভালো ছিল, নাটক করত দুর্দান্ত, আবার ভালো বিতার্কিকও ছিল। দারুণ কথা বলত। সব দিক দিয়েই ও ছিল প্রতিভাবান।

এই গায়কের মতে, শাহরুখ ভালো অভিনেতা ছিলেন অবশ্যই। তবে এমন মেধা নিয়ে কেউ মূলধারার হিন্দি ছবিতে অভিনয় করতে আসবেন, এটা ভাবতে অবাক লাগে।

পলাশ বলেন, তাদের প্রজন্মে মূলধারার হিন্দি ছবিকে একটু নিচু নজরেই দেখা হতো, নিন্দা করা হতো। তবে শাহরুখ নাকি মজা করে বলতেন পলাশকে, একদিন তার জন্যই গাইতে হবে বন্ধুকে।

‘পাঠান’-এর ব্যাপক সাফল্যের পর এবার ‘জওয়ান’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটছে শাহরুখের। অন্যদিকে, বিখ্যাত এক ব্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন পলাশ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন