উইজডেনের বর্ষসেরার দৌড়ে এবাদত

  জিবিনিউজ24ডেস্ক//  

প্রত্যেক বছরই টেস্ট ক্রিকেটের সেরা পারফর্মারকে পুরস্কৃত করে উইজডেন, যাকে বলা হয় ‘দ্য উইজডেন ট্রফি’। এবার এই ট্রফির জন্য মনোনয়ন পেয়েছেন এবাদত হোসেন। গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচজয়ী পারফরম্যান্সের কারণেই এই সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন এবাদত।

স্বপ্নের মতো টেস্টটা হয়তো কখনই ভুলতে চাইবেন না ডানহাতি এই পেসার। এবাদত সেদিনের সেই স্বপ্নটা বুনেছিলেন টেস্টের চতুর্থদিনের শেষ বিকেল। দিনের শেষ সেশনে ইবাদতের ৭ বলের স্পেলে দুমড়ে মুচড়ে যায় নিউজিল্যান্ড। মাত্র ৭ বলের মাঝে ফেরান কিউইদের তিন ব্যাটারকে।

স্মরণীয় সেই স্পেল ডানহাতি এই পেসার শেষ করেছিলেন ৭ ওভারে ৩ মেইডেন, ১৫ রান আর ৩ উইকেট নিয়ে। শেষ দিনে রস টেলরকে ফিরিয়ে পূর্ণ করেন ৫ উইকেটও। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ইবাদতের বোলিং ফিগার ছিল ৪৬ রানে ৬ উইকেট। এমন পারফরম্যান্সকে কদিন আগে স্বীকৃতি দিয়েছে ক্রিকইনফো।

জিতেছেন ওয়েবসাইটটির বর্ষসেরা টেস্ট বোলিংয়ের অ্যাওয়ার্ড। এবার এবাদতের সামনে অপেক্ষা করছে আরও বড় কিছু পাওয়ার। উইজডেনের ‘দ্য উইজডেন ট্রফি’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের এই পেসার। এবাদত ছাড়াও সেই তালিকায় রয়েছেন আরও ৭ ক্রিকেটার।

যেখানে এবাদত-জনি বেয়ারস্টোরদের সঙ্গী হ্যারি ব্রুক, ভারতের রবীন্দ্র জাদেজা, শ্রীলঙ্কার প্রবাদ জয়াসুরিয়া, অস্ট্রেলিয়ার উসমান খাওয়াজা-মার্নাশ ল্যাবুশেন এবং নিউজিল্যান্ডের টম লাথাম। তিনটি ইনিংসের জন্য মনোনয়ন পেয়েছেন বেয়ারস্টো।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন