স্টাফ রিপোর্টার:-
সুনামগঞ্জের দিরাইয়ে সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফোরামের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার পৌর শহরের স্থানীয় কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
দিরাই ফ্রেন্ডস ফোরামের স্থায়ী কমিটির সদস্য ফায়সাল আহমাদের সভাপতিত্বে অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সিলেট জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট সামসুল ইসলাম,দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ,যুবলীগের সভাপতি রঞ্জন কুমার রায়,সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন,দিরাই উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি রশিদ আহমদ চৌধুরী বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, জেলা পরিষদের সদস্য রায়হান উদ্দিন, ডিএসএস ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাহান সিরাজ, দিরাই অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুজাহিদ সর্দার তালহা, সাধারণ সম্পাদক প্রভাষক মোস্তাহার মিয়া মোস্তাক, সাবেক কাউন্সিলর সোহেল চৌধুরী, আওয়ামীলীগ নেতা মকসুদ আহমদ প্রমুখ।
জুয়েল মিয়ার পরিচালনায় ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণী পেশার ৬ শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন।
এসময় ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে কালনী গ্রুপের সিইও ফায়সাল আহমাদ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এদিকে সুরমা সোসাইটির আয়োজনে দিরাই পৌর শহরের স্থানীয় কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উপজেলার ৬০ পরিবারের মাঝে নগদ ৩ হাজার করে অর্থ প্রদান করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন