এবার ব্যোমকেশের চরিত্রে দেব

জিবিনিউজ24ডেস্ক//  

নববর্ষে বড় চমক। বর্ষ বরণের আনন্দে ছুটি কাটাচ্ছেন সবাই। এই শুভ দিনে নতুন লুকে দর্শকের সামনে এসে সবাইকে চমকে দিলেন দেব। বেশ কিছু আগেই নতুন সিনেমার কথা ঘোষণা করেছিলেন তিনি। পরবর্তী সিনেমা যে ব্যোমকেশের গল্পের প্রেক্ষাপটে নির্মিত হবে, সে কথা টুইট করেছিলেন তিনি। পয়লা বৈশাখের দিন প্রকাশ্যে এল সিনেমায় দেবের ফার্স্ট লুক।

পরনে কোট, এক হাতে টর্চ, অন্য হাতে সাপ আর চোখে মোটা ফ্রেমের চশমা— এমন লুকে সকলের সামনে এসে রীতিমতো সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেব। এর আগে শঙ্করের চরিত্রে তাকে দেখেছেন দর্শক। বিপুল প্রশংসাও পেয়েছেন। এই প্রথম ব্যোমকেশের চরিত্রে তাঁকে দেখা যাবে।

আগে এই চরিত্রে অভিনয় করেছেন অনেকেই। সেই তালিকায় রয়েছেন আবীর চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও গৌরব চক্রবর্তীসহ আরও অনেকে। সেই তালিকায় জুড়ল দেবের নাম। এই নতুন ব্যোমকেশকে দর্শকের কতটা মনে ধরবে সেই উত্তর দেবে সময়।

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প ‘দুর্গরহস্যের’ প্রেক্ষাপটে সিনেমার গল্প বুনছেন পরিচালক বিরসা দাশগুপ্ত। প্রথমে অবশ্য এই সিনেমাকে কেন্দ্র করে নানা গুঞ্জন উঠেছিল। শোনা গিয়েছিল, সৃজিত মুখোপাধ্যায় নাকি পরিচালনা করবেন এই সিনেমা। যদিও সেই জল্পনা যে মিথ্য তা নিজেই জানান পরিচালক।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন