মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :৬৭ বছর পর আবারো কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ৮ ডিসেম্বর লিসা মন্টগোমারি নামের ওই আসামিকে বিষপ্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ১৬ অক্টোবর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন বিচার বিভাগ। জানা গেছে, ২০০৪ সালে মিসৌরিতে এক অন্তঃসত্ত্বা নারীকে শ্বাসরোধে হত্যা করেছিলেন লিসা। ইন্ডিয়ানার টেরে হাউতে কারাগারে বিষাক্ত ইনজেকশন পুশ করে তার মৃত্যু নিশ্চিত করা হবে। ওই নারীকে অপহরণের পর হত্যার দায় প্রমাণিত হওয়ায় ২০০৭ সালে লিসার মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন মিসৌরির একটি আদালত। লিসা মন্টগোমারির আইনজীবী কেলি হেনরির দাবি, লিসা ছোটবেলায় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং বর্তমানে মানসিকভাবে অসুস্থ। এ কারণে তিনি বেঁচে থাকার যোগ্য। সর্বশেষ ১৯৫৩ সালে মিসৌরিতে গ্যাস চেম্বারে বসিয়ে বনি হেডি নামের এক নারী আসামির মৃত্যুদণ্ড কার্যকর করেছিল মার্কিন প্রশাসন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন