চার সেঞ্চুরিতে লঙ্কানদের রান পাহাড়

  জিবিনিউজ24ডেস্ক//  

গল টেস্টের প্রথম দিনেই শতক হাঁকিয়েছিলেন দিমুথ করুণারত্নে ও কুশাল মেন্ডিস। আর আজ দ্বিতীয় দিনে সেঞ্চুরি পেয়েছেন দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমাও। আইরিশদের বিপক্ষে প্রথমবার সাদা পোশাকে খেলতে নেমে চার সেঞ্চুরিতে রান পাহাড় গড়েছে শ্রীলঙ্কা। 

৬ উইকেটে ৫৯১ রান তুলে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। যেখানে সর্বোচ্চ ১৭৯ রান এসেছে করুনারত্নের ব্যাট থেকে। তাছাড়া সেঞ্চুরি পেয়েছেন কুশল মেন্ডিস, দীনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমা। 

করুণারত্নের ১৭৯ ও মেন্ডিসের ১৪০ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ৩৮৬ রান তুলে প্রথম দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় দিনে ৪০৮ রানের মাথায় ৬ উইকেট হারায় তারা। এরপর সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ১৮৩ রানের জুটি গড়েন দিনেশ চান্দিমাল ও সাদিরা সামারাবিক্রমা। চান্দিমাল ১৫৫ বলে ১২ চারে অপরাজিত ১০২ রানের ইনিংস খেলেন। আর সামারাবিক্রমা খেলেন হার না মানা ১০৪ রানের ইনিংস। তার ১১৪ বলের ইনিংসে ছিল ১১ চার।

সামারাবিক্রমা সেঞ্চুরি তুলে নেওয়ার পর পরই দলীয় ৫৯১ রানে ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা। বল হাতে আয়ারল্যান্ডের কুর্তিস ক্যাম্ফার ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকবিরনি, বেন হোয়াইট ও জর্জ ডকরেল। শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর ব্যাট করতে নেমেছে আয়ারল্যান্ড। প্রতিবেদন লেখার সময় আইরিশদের স্কোর ২ উইকেটে ৩৯ রান। জেমস ম্যাককোলাম ১৯ ও হ্যারি টেক্টর ১৬ রানে ব্যাট করছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন