জিবি নিউজ ।।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৪ বোতল বিদেশি মদসহ সুমন দেবনাথ (৩৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। রোবার (১৬ এপ্রিল) রাতে গোপন সংবাদে র ভিত্তিতে এসআই ইফতেখার ইসলাম ডিবির একটি টিমসহ শ্রীমঙ্গল পৌরসভার রোড পীযুষ কান্তি পাল মার্কেটের সামনে অভিযান পরিচালনা করে সুমনকে আটক করে।
এসময় আটককৃত ব্যক্তিকে তল্লাশী করে তার সাথে থাকা কালো রঙের একটি ব্যা গ থেকে Royel Challenge Finest Premium Whisky লেখা ৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।
আটককৃত সুমন দেবনাথ শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ উত্তরসুর গ্রামের মৃত নিবারন দেবনাথের ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন