জিবি নিউজ ডেস্কঃ- মৌলভীবাজারে নির্বাচনী আচরণবিধি লঙ্গনের দায়ে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনা মোতাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানার সার্বিক তত্ত্বাবধানে শনিবার ১৭ অক্টোবর দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৮ ঘটিকা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার ভূণবীর ও মির্জাপুর ইউনিয়নে নির্বাচন আচরণবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় মির্জাপুর ইউনিয়নে পথসভা আয়োজনে আচরণবিধি লংঘিত হলে চেয়ারম্যান পদপ্রার্থীকে মোবাইল কোর্টে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।
অপরদিকে, ভূণবীর ইউনিয়নে নির্বাচন আচরণবিধি লংঘন করার দায়ে ৫ জন প্রার্থীর ৫ জন এজেন্টকে মোবাইল কোর্টে ২ হাজার টাকা করে সর্বমোট দশ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মির্জাপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তানভীর হোসেন এবং ভূণবীর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অর্ণব মালাকার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন