জিবিনিউজ24ডেস্ক//
অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকারের। এখন তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার সকালে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে তার অসুস্থতা কথা তিনি নিজেই জানান।
পোস্ট করা ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। হাতে স্যালাইনের চ্যালেন। চোখে কালো ফ্রেমের চশমা। আগোছালো করে বাঁধা চুল, কানে ইয়ারপড। বালিশের পাশে রাখা একটি বই।
সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, গুরুতর কিছু একটা হয়েছিল। আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি। তোমাদের সবার ভালোবাসার জন্য ধন্যবাদ।
জানা যায়, অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর। বেশ স্বাভাবিক জীবনযাপন করছিলেন অভিনেত্রী। সদ্য শ্যুটিংও শেষ করেছিলেন তার নতুন ছবির। সামনেই আসছে তার নতুন ওয়েব সিরিজও। সদ্য ইডেনে নাইট রাইডার্সের ম্যাচ দেখতে গিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু হঠাৎ কয়েকদিন আগে পেটে অসহ্য যন্ত্রণা হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। ধরা পড়ে অ্যাপেন্ডিসাইটিস। পরে অস্ত্রোপচার হয়েছে অভিনেত্রীর।
অভিনেত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন হয়েছেন তার অনুরাগীরা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন