মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকেঃনিউইয়র্কের স্টেট বিশ্ববিদ্যালয়ের (সনি ওয়ান্টা) ৭১২ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণে পদত্যাগ করেছেন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট। ১৭ অক্টোবর শনিবার বিশ্ববিদ্যালয়ের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে প্রেসিডেন্ট ড. বারবারা মরিসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। স্টেট বিশ্ববিদ্যালয়ের আচার্য জিম মালাত্রাস বলেন, ড. বারবারা জন মরিস শুধু তার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়িয়েছেন, তার বাকি কাজগুলো তিনি চালিয়ে যাবেন। জানা যায়, গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়টির আবাসিক হলগুলো খোলার পর ৭১২ জন ছাত্রছাত্রী করোনায় আক্রান্ত হন। বিশ্ববিদ্যালয় চত্বরে পরীক্ষার মাধ্যমে অধিকাংশ ছাত্রছাত্রীর করোনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। সনি ওয়ান্টার অন্যান্য ক্যাম্পাসসহ মোট ১ হাজার ৭ শিক্ষার্থী করোনায় আক্রান্ত।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন