জিবিনিউজ24ডেস্ক//
সাবেক স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ যখন আরেকটি শিরোপা জয়ের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময় সম্পূর্ণ বিপরীত চিত্র পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। টানা দুটি ম্যাচে জয়বঞ্চিত হয়েই মাঠ ছেড়েছে তার দল আল-নাসর। আগের ম্যাচে ড্র-য়ের পর কোচ রুডি গার্সিয়ার সঙ্গে সম্পর্কে শীতলতা তৈরি হয় এই পর্তুগিজ তারকার। এরপর বরখাস্ত হন গার্সিয়া। এবার মাঠে নেমে হেরেই গেছে সৌদি লিগের শীর্ষে থাকা দলটি। এদিন আরও বড় আক্ষেপে পুড়েছেন রোনালদো। প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করায় তাকে হলুদ কার্ড দেখতে হয়েছে।
এতেই আলোচনা শেষ হয়ে গেলে তেমন কথা ছিল না। রোনালদোরা পরাজিত হয়েছে মূলত লিগে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালের বিপক্ষে। বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে দলে ভেড়ানোর প্রসঙ্গ তুলে প্রায়শই তারা রোনালদোর সঙ্গে তার দ্বৈরথকে সামনে টেনে আনছে। এবার মাঠের খেলায়ও তারা রুখে দিয়েছে সাবেক রিয়াল সুপারস্টারকে।
আল হিলালের বিপক্ষে নতুন কোচের অধীনে নামলেও, ভাগ্য বদল হয়নি নাসরের। বিপরীতে ম্যাচে হিলালের সঙ্গে রোনালদোদের পারফরম্যান্সে বেশ ব্যবধান চোখে পড়েছে। প্রথমার্ধে আল নাসরের দখলে ৪৪ শতাংশ বল থাকলেও তারা মাত্র একটি শটই নিতে পারে। অথচ ৭টি শটের মধ্যে ৩টিই গোলের লক্ষ্যে ছিল হিলালের।
এদিন পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিলেন আল নাসরের তারকা স্ট্রাইকার। কেবলমাত্র দ্বিতীয়ার্ধে একটি হলুদ কার্ড রোনালদোকে নজরে এনেছে। বলে হেড দেওয়ার চেয়ে ওই দৃশ্যে পর্তুগিজ তারকাকে ফাউল করায় বেশি আগ্রহী মনে হয়েছে! পেছন থেকে তিনি হিলালের সেই খেলোয়াড়কে টেনে ধরে মাটিতে শুইয়ে দেন। এরপর রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে দ্বিতীয়বার ভাবেননি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ম্যাচের মাত্র ৬ মিনিটে প্রথম সুযোগ পায় আল হিলাল। এর দুই মিনিট পর তারা আবারও গোল মিসের হতাশায় পুড়ে। তবে প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগমুহূর্তে পেনাল্টি পায় হিলাল। সেখান থেকে ইদিওন ইগহালো সফল স্পট কিক নিয়ে রোনালদোদের বিপক্ষে লিড এনে দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন