দেড় শতাধিক দুঃস্থ পরিবার পেল ওল্ড ঢাকা ইয়ুথ ফোরামের ঈদ উপহার

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক প্রতিটি প্রাণে, প্রতিটি মানুষ জেগে উঠুক ভ্রাতৃত্বের বন্ধনে" এই শ্লোগানকে সামনে রেখে দেড় শতাধিক দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) বিতরণ করলো ঐতিহ্যবাহী পুরান ঢাকার বহুল জনপ্রিয় সমাজকল্যাণমূলক সেচ্ছাসেবী যুব সংগঠন "ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।"

আজ ১৯ এপ্রিল (বুধবার) সকাল ১১ টায় রাজধানীর ওয়েস্ট এন্ড হাই স্কুল প্রাঙ্গণে প্রতি বছরের ন্যায় এবারও ঐতিহ্যবাহী পুরান ঢাকার সমাজকল্যাণমূলক সেচ্ছাসেবী যুব সংগঠন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর উদ্যোগে দেড় শতাধিক অসহায় দরিদ্র ও সল্প আয়ের পরিবারের মাঝে ঈদ উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 

বর্তমান দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে ঈদের এই বিশেষ দিনে অনেকের বাসায় হয়তো ভালো খাবার রান্না করাটা দুষ্কর। এমন পরিবারের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে প্রতিটি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১টি কক মুরগী, ১ কেজি পোলাউর চাল, ১ লিটার সয়াবিন তেল, ১/২ কেজি চিনি, ১ লিটার দুধ, ২ প্যাকেট লাচ্ছা সেমাই, ১ কেজি পেয়াজ,১ কেজি আলু বিতরণ করে ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েষ্ট এন্ড হাই স্কুল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওল্ড ঢাকা ইয়ুথ ফোরাম এর সভাপতি নূর মোহাম্মদ, প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসাইন। 
আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ইন্জিঃ কাজী মুহাঃ আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক মৃধা, বিপ্লব হোসেন,সাংগঠনিক সম্পাদক মোঃ জাবেদ, প্রচার সম্পাদক মোঃ ফায়সাল,দপ্তর সম্পাদক আসিফ বাপ্পি, ক্রীড়া সম্পাদক হাজী ওয়াসিম আক্তার, সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, সমাজ কল্যাণ সম্পাদক হাজী সিফাত হুসাইন, কার্যনির্বাহী সদস্য গাজী গোলাম মর্তুজা সাজিদ, রবিউল ইসলাম প্রমূখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন